'মৃত' ঘোষণার ১৪ ঘন্টা পর বেঁচে উঠলেন লিডি
রোগিণীর অবস্থা পর্যবেক্ষণ করে তাকে 'মৃত' বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু ডাক্তারি মতে 'মৃত' সেই নারীই ফের 'বেঁচে' উঠলেন। তিনি জেগে উঠবেন, এই আশাতেই সাপোর্ট খুলে নেয়ার অনুমতি দেয়নি তার ছেলেরা।
ঘটনাটি ঘটেছে ফ্রান্সের বোর্দোর একটি হাসপাতালে। ৬০ বছরের ক্যান্সার আক্রান্ত লিডি পাইলার্ডকে কেমোথেরাপি দেয়ার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তিনি হঠাৎ অজ্ঞান হয়ে যান। তাকে ভেন্টিলেটরের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়। পরে চিকিৎসকরা জানিয়ে দেন, তিনি 'ডাক্তারি মতে' মৃত। কিন্তু লিডির ছেলেরা মাকে ভেণ্টিলেটর থেকে সরানোর প্রস্তাব খারিজ করে দেন। প্রায় ১৪ ঘণ্টা পর লিডির জ্ঞান ফিরে আসে। এক চিকিৎসকের মতে, এ এক ধরনের দৈব ঘটনা ছাড়া অন্য কিছু নয়। লিডি বলেছেন, একটা ইনজেকশন নেয়ার পর খুব অসুস্থ বোধ করেছিলাম। জ্ঞান ফেরার পর অনেক বেশি 'ক্লান্ত' লাগে। -খবর বর্তমান পত্রিকার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন