কুরআন শরিফের সুরার ধারাবাহিকতা রক্ষার্থে আমি কুরআন শরিফের সবথেকে শেষের সুরাটি সবচেয়ে প্রথমে প্রকাশ করছি । কারণ, প্রকাশনার শেষে আমার সর্ব প্রথমে প্রকাশিত লেখাটি সর্বশেষ লেখায় পরিণত হবে ।
__________________________________________________
সুরা- ১১২
একত্ব
আল-ইখলাস ( মক্কায় অবতীর্ণ )
("বিস্-মিল্লাহ্-হির রাহ্-মানির রাহিম")
"আল্লাহ্-র নাম নিয়ে, যিনি রহমান, রহীম"
১) তুমি বলো_ " তিনি আল্লাহ, একক-অদ্বিতীয়;_ ২) আল্লাহ_পরম নির্ভরস্থল। ৩) তিনি জন্ম দেন না, এবং নেনও নি;_ ৪) এবং কেউই তাঁর সমতুল্য হতে পারে না।
সুরা- ১১৩
নিশিভোর
আল-ফলক, ঃ১ ( মক্কায় অবতীর্ণ )
("বিস্-মিল্লাহ্-হির রাহ্-মানির রাহিম")
"আল্লাহ্-র নাম নিয়ে, যিনি রহমান, রহীম"
১) তুমি বলো_ "আমি আশ্রয় চাইছি নিশিভোরের প্রভুর কাছে,_ ২) তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, ৩) আর অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা আচ্ছন্ন করে ফেলে; ৪) আর গাঁথনিতে ফুতকারিণীদের অনিষ্ট থেকে, ৫) আর হিংসাকারীর অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।"
___________________________________________________
১) তুমি বলো_ "আমি আশ্রয় চাইছি নিশিভোরের প্রভুর কাছে,_ ২) তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, ৩) আর অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা আচ্ছন্ন করে ফেলে; ৪) আর গাঁথনিতে ফুতকারিণীদের অনিষ্ট থেকে, ৫) আর হিংসাকারীর অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।"
___________________________________________________
সুরা- ১১৪
মানুষ
আন্-নাস, ঃ১ ( মক্কায় অবতীর্ণ )
("বিস্-মিল্লাহ্-হির রাহ্-মানির রাহিম")
"আল্লাহ্-র নাম নিয়ে, যিনি রহমান, রহীম"
১) তুমি বলে যাও_ "আমি আশ্রয় চাইছি মানুষের প্রভুর কাছে, _ ২) মানুষের মালিকের, _ ৩) মানুষের উপাস্যের; _ ৪) গোপনে আনাগোনাকারীর কুমন্ত্রণার অনিষ্ট থেকে, _ ৫) যে মানুষের বুকের ভেতরে কুমন্ত্রণা দেয়, _ ৬) জিনের অথবা মানুষের মধ্যে থেকে।"