চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ফুল চাষের ব্যাপক প্রসার ঘটেছে। গত প্রায় ১৫ বছর ধরে এ উপজেলায় ফুলের চাষ হচ্ছে। গাঁদা, রজনীগন্ধা, চেরী, জিপসি ফুলের চাষ হয় এ উপগেলায়। তবে গাঁদা ফুলের চাষই হচ্ছে বেশী। জীবননগর উপজেলায় এখন প্রায় ৩ শতাধিক চাষী ফুলের চাষের সাথে জড়িত। এদের বেশীর ভাগই সফলতা অর্জন করেছেন। ফুল চাষীদের একটি সমিতিও রয়েছে এই গ্রামে। এই সমিতি ভারত থেকে চোরাই পথে আসা ফুল প্রতিরোধসহ ফুল চাষীদের স্বার্থ সংস্লিষ্ট বিষয়াদি দেখাশুনা করে। জীবননগরের ফুল ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য স্থানের ফুলের চাহিদা অনেকখানি পুরন করে থাকে।
ফেব্রুয়ারী ০৮, ২০১১
ফুলের চাষে ভাগ্য বদলেছেন শতাধিক কৃষক
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ফুল চাষের ব্যাপক প্রসার ঘটেছে। গত প্রায় ১৫ বছর ধরে এ উপজেলায় ফুলের চাষ হচ্ছে। গাঁদা, রজনীগন্ধা, চেরী, জিপসি ফুলের চাষ হয় এ উপগেলায়। তবে গাঁদা ফুলের চাষই হচ্ছে বেশী। জীবননগর উপজেলায় এখন প্রায় ৩ শতাধিক চাষী ফুলের চাষের সাথে জড়িত। এদের বেশীর ভাগই সফলতা অর্জন করেছেন। ফুল চাষীদের একটি সমিতিও রয়েছে এই গ্রামে। এই সমিতি ভারত থেকে চোরাই পথে আসা ফুল প্রতিরোধসহ ফুল চাষীদের স্বার্থ সংস্লিষ্ট বিষয়াদি দেখাশুনা করে। জীবননগরের ফুল ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য স্থানের ফুলের চাহিদা অনেকখানি পুরন করে থাকে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)